ক্ষমা | শাহরিয়ার সোহাগ
ভুলত্রুটি যদি থাকে আমার কোনো,
মনে রেখো না যেন,
ক্ষমা করে দিও, তারপর সিদ্ধান্ত নিও।
ইচ্ছে হলে দূরে যেও,
অথবা আরো তীব্র প্রেমে আপন করে নিও।
বিরক্তি, অভক্তিপূর্ণ যোগাযোগের ইতি হোক।
তাতে হয়তো হারিয়ে যাবো দুজনা,
কিংবা সব ভুলে নতুনের শুরু হোক।
No comments