Header Ads

শাহরিয়ার সোহাগ এর "প্রাক্তন"। পর্ব - ২০

Books, Writer, slider,প্রাক্তন, prakton, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic story, bangla story, short bangla story, bangladeshi writer

শাহরিয়ার সোহাগ এর "প্রাক্তন"। পর্ব - ২০

আমাদের একসাথে প্রথম বৃষ্টিতে ভেজার কথা মনে আছে তোমার? - প্রসঙ্গ বদলাতে নবনীতাকে প্রশ্ন করলো সাফায়েত।

খুব আছে। সেদিন আমি কালো একটা শাড়ি পরেছিলাম। সেন্ট্রাল লাইব্রেরীর সিঁড়িতে বসে প্রেম করার সময় হঠাৎ কালো মেঘ ভেঙে সে কি বৃষ্টি! সিঁড়িতে তোমার হাত ধরে বসে বৃষ্টিমাখা ঠান্ডা বাতাস গায়ে মাখতে আমার সেদিন বেশ লাগছিলো। - যেন জোর করে মুচকি হাসার চেষ্টা করলো নবনীতা।

বাহ তুমি ওসব মনে রাখো দেখছি! এত বছর পর এত এত স্মৃতির ভিড়ে আমাদের এই সুন্দর সময়টা যে হারিয়ে ফেলোনি, সেটা ভেবে বড্ড ভালো লাগছে। - প্রশংসা করতে কার্পণ্য করলো না সাফায়েত।

লেখালেখির কিছু না বুঝলেও লেখাপড়াতে আমি বরাবরই ভালো ছিলাম, সেটা তো তুমি জানোই। - যেন নিজেই নিজের প্রশংসা করলো নবনীতা।

আজকের সাথে সেদিনের অনেকটা মিল আছে, তাই না। - বললো সাফায়েত।

না। কিছুই মিল নেই। শুধু আমার কান্না ছাড়া কোনো কিছুরই মিল নেই। জামার রং এর মিল নেই, সময়ের মিল নেই, জায়গার মিল নেই, সেদিনের প্রেমিক-প্রেমিকা আজ নেহাৎ পরিচিত দুটো মানুষ। প্রেমিক হয়ে সেদিন যে বুক আগলে রেখেছিল আমাকে, আজ আমি সেই বুক দুমড়েমুচড়ে দেবার আসামি। তুমি কেবল মহামানব হয়ে সে বুকে আমাকে সাময়িক ঠাঁই দিয়েছো মাত্র। - নবনীতার চোখে মুখে বিষণ্ণতা স্পষ্ট।

তোমার সাথে ঠিক কত বছর পর দেখা হল বলো তো। - নবনীতাকে ছন্দে ফেরানোর চেষ্টা করলো সাফায়েত।

এই চার পাঁচ বছর হবে। - উত্তর দিলো নবনীতা।

না হয়নি। - হাসতে হাসতে প্রতুত্তর করলো সাফায়েত।

তাহলে? - পাল্টা প্রশ্ন করলো নবনীতা।

কয়েক হাজার বছর। - বলেই হেসে উঠলো সাফায়েত।

মানে? - ভ্রু কুঁচকে উঠলো নবনীতার।

: ভুলে গেলে! তুমিই না একসময় বলতে আমাদের একদিন দেখা না হলে সেটা তোমার কাছে একযুগ মনে হয়। সে হিসাবে তো আমাদের কয়েক হাজার বছর পর দেখা হলো।

আমার প্রতিটা কথা এখনো তোমার অক্ষরে অক্ষরে মনে আছে! - যেন কিছুটা অবাক ই হলো নবনীতা।

কি আর করবো বলো, মানুষটাকে হারিয়ে মানুষটার কথাগুলোকে আঁকড়ে ধরে আছি। - এক গাল হাসিতে সাফায়েত উত্তর দিলো ঠিকই। তবে হাসির পুরোটাতেই শূণ্যতা স্পষ্ট।

তাতে কি ক্ষতি ছাড়া কোন লাভ আছে? - বললো নবনীতা।

আমি কবিতার মানুষ। কবিতা লিখে খাই। অংকের লাভ-ক্ষতির মতো জটিল সমাধান আমাকে দিয়ে হবে না। - যেন কবি সাফায়েতের  স্বেচ্ছায় আত্মসমর্পন।

জীবন তো আর কবিতায় চলে না কবি। মাঝে মাঝে লাভ-ক্ষতির হিসেব টা করতে জানতে হয়। - উত্তর দিলো নবনীতা।

লাভ-ক্ষতির হিসেব না করেই এতোগুলো বছর পার করে দিলাম। বাকি জীবনটাও না হয় এভাবে ঠেলে নেবো। - প্রতুত্তর করলো সাফায়েত।

তোমার সাথে কথাই আমি কখনো পারিনি। - বললো নবনীতা।

সেবার বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লেগে ছিল তোমার, মনে আছে? - আবারো অন্য প্রসঙ্গে গেলো সাফায়েত।

হ্যাঁ ব্যাগ ভিজে যাচ্ছে দেখে চোখ লাল করে আমার নিঃশব্দ কান্না, তুমি বেশ ভালোভাবেই সামলে নিয়েছিলে আমাকে। আর তার পরদিন ঠান্ডা লেগে নাকের পানি মুখে আসার উপক্রম। - অনেকক্ষণ পর হাসি ফিরলো নবনীতার মুখে।

আমি আমার সেই দিনটার নবনীতাকে খুব মিস করি। - সাফায়েতের  চোখে মুখে যেন শূণ্যতা।

তবে সেদিনের নবনীতা আজ অনেকটা বদলে গেছে। - এড়িয়ে যাবার চেষ্টা করলো নবনীতা।

তাই! কতটা বদলেছে? - প্রশ্ন করলো সাফায়েত।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে


সেভাবে আয়োজন করে বলাটা খুব মুশকিল। তবে দূরত্বটা ঠিক এতটাই, যত দূরে গেলে একটা মানুষকে কাছে পাওয়ার কোনো অধিকার থাকে না। - কেমন যেন গুমোট উত্তর দিলো নবনীতা।

আজকে তোমার জন্মদিন। তোমার জন্মদিনের মত সুন্দর একটা দিনটাকে আমি খারাপ করে দিচ্ছি না তো? - যেন প্রশ্ন খুঁজে না পেয়ে জোর করে কথা বলার চেষ্টা করলো সাফায়েত।

বলতে পারো অনেকগুলো বছরের অনেকগুলো দিন পর এই নবনীতা আজকের দিনটা মন দিয়ে উপভোগ করছে। - আর সুদীর্ঘ নিঃশ্বাস নিয়ে উত্তর দিলো নবনীতা।

চলো কোথাও যাই। - যেন পুরনো সঙ্গিনীর মত আবদার করলো সাফায়েত।

গোলাপপুর যাবে? তোমার সাথে সম্পর্কের ছাড়াছাড়ির পর আর কখনো যাইনি। তাও পাঁচ বছর তো হবেই। - সঙ্গে সঙ্গে রাজি হয়ে ঘুরতে যাওয়ার আবদার করলো নবনীতা।

No comments

Powered by Blogger.