Header Ads

শাহরিয়ার সোহাগ এর "প্রাক্তন"। পর্ব - ১৩

Books, Writer, slider,প্রাক্তন, prakton, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic story, bangla story, short bangla story, bangladeshi writer

শাহরিয়ার সোহাগ এর "প্রাক্তন"। পর্ব - ১৩

: আপনি অনেক সুন্দর লেখেন।

আপনিও অনেক সুন্দর করে কথা বলেন। তবে আমার পরবর্তী লেখাতে যদি বিরহ থাকে, তবে কান্না করে সামনে এসে সরি বলতে বলবেন না তো আবার? - হাসতে হাসতে প্রতুত্তর করলো সাফায়েত।

সে তখন দেখা যাবে। এত আগে তো বলতে পারবো না। ক্যাম্পাসে আপনার সম্পর্কে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে আমি আপনার ইমিডিয়েট জুনিয়র। আর ডিপার্টমেন্টটা আলাদা। আমার নাম নবনীতা। - উত্তর দিলো নবনীতা।

বাহ, তাই নাকি? - অবাক হয়ে হাসি মুখে বললো সাফায়েত।

আপনার সম্পর্কে টুকটাক খোঁজ নিয়েছি। - উত্তর দিলো নবনীতা ।

কোথায় বাড়ি আপনার? - প্রশ্ন করলো সাফায়েত।

বন্যাপুর। চেনেন নাকি? – বললো নবনীতা।

আমার আজিজ নগর। - উত্তর দিলো সাফায়েত।

ওহ, তাহলে তো বন্যাপুর চেনার কথা। ভালো লাগলো। ক্যাম্পাসের হার্টথ্রব রাইটার আর আমার বাড়ি একই এলাকাতে। এটা নিয়ে ভাব নিতে পারবো বন্ধুদের সাথে। আর সবাইকে যদি বলি এই বিখ্যাত মানুষটার সাথে আমার ছোটবেলা থেকেই পরিচয়, সেটাও তারা বিশ্বাস করবে হয়তো। জানেন তো, আমাদের বাঙ্গালীদের একটা জন্মগত স্বভাব আছে। আমরা নিজেরা কিছু করার থেকে আমার অমুকের তমুকের সাথে ভালো সম্পর্ক বলে পরিচয় দিতেই মানসিক শান্তি পাই। আর তার সাথে কোথাও বসে যদি চা খাওয়ার সৌভাগ্য হয়, তাহলে তো আরো জমে যাবে ব্যাপারটা। - হাসতে হাসতে উত্তর দিলো নবনীতা ।

বন্যাপুর কোথায় বাসা আপনার? – জানতে চাইলো সাফায়েত।

আপনার আর আমার বাড়ি যাবার বাস একই। যদিও দুই এলাকার দূরত্ব দুই ঘণ্টার বেশি। আমরা বাসে মস্তাপুর নামি। ওখান থেকে করিমনে পনেরো মিনিটের পথ। আগে অবশ্য ভ্যান ছাড়া কিছু চলতো না। সেটাও কালেভাদ্রে। তখন আধা ঘণ্টার বেশি লাগতো। এখন তো ঘরে ঘরে মোটর সাইকেল। আর রাস্তায় ভ্যান, রিক্সা, মিশুক, করিমনের অভাব নেই। - সাফায়েত কে নিজের বাড়ির পথ চেনাচ্ছে নবনীতা।

আমার বাড়ি আজিজনগর থেকে একদম ভিতরে। যাকে বলে প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম কনকডাঙা।  ওখানে কারেন্ট গেছেই আট দশ বছর হবে। বর্ষা কালে কাপড় হাঁটুর উপরে তুলতে হয়।  তারপরও গ্রাম আমাকে খুব টানে। - বললো সাফায়েত।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে


আমারও গ্রাম ভালো লাগে। - যোগ করলো নবনীতা।

এখানে কোথায় থাকা হয়? - প্রশ্ন করলো সাফায়েত।

রাজা বাজার, পানির ট্যাংকির পাশেই। পাশেই মানে আমার রুমের জানালা দিয়ে পানির ট্যাংকি দেখা যায়। - উত্তর দিলো নবনীতা ।

আপনার সাথে দেখা হয়ে, পরিচিত হয়ে ভালো লাগলো। - প্রতুত্তর করলো সাফায়েত।

এর আগেও হয়তো দেখা হয়েছে বহুবার। তবে চিনিনি। এখন যেহেতু পরিচিত মুখ, এক এলাকার মানুষ, দূর দিয়ে গেলেও ঠিকই আপনাকে ডেকে বসবো। তবে আপনি আমাকে চিনতে পারবেন তো? উত্তর দেবেন তো? নাকি ভাব নিবেন? - জানতে চাইলো নবনীতা ।

আমি ছাত্র হিসেবে খারাপ হলেও, স্মৃতিশক্তি কিন্তু বেশ ভালো। লেখাপড়া বাদে সবকিছুই মনে থাকে। - হাসতে হাসতে উত্তর দিলো সাফায়েত।

ততক্ষণে দোকানের ছেলেটা চলে এসেছে।

আচ্ছা আপনি যে সরি বলেছেন, আমি কিন্তু এখনো এক্সেপ্ট করিনি। আপনাকে তো একটা শাস্তি দেওয়া দরকার। - বললো নবনীতা ।

তাই নাকি? তো শাস্তিটা বলুন শুনি। - হাসতে হাসতে জানতে চাইলো সাফায়েত।

কবিতাগুলোতে তো অনেকবারই চায়ের কথা বলেছেন। আমি আপনি প্রেমিক প্রেমিকা নই। পরিচয় কেবলই লেখক আর পাঠিকার। আপনার সাথে যদি আপনার এই পাঠক এককাপ চায়ের আড্ডা দিতে চায়, তবে আপনার কি আপত্তি থাকবে কবি? - একসাথে চা খাওয়ার প্রস্তাব দিলো নবনীতা।

চা হল আমার দুর্বলতা। চায়ের লোভ দেখিয়ে তো আমাকে কিডন্যাপ করাও সম্ভব। আর এমনিতেও আমার চা খাওয়া দরকার। - হাসতে হাসতে আমন্ত্রণ গ্রহণ করলো সাফায়েত।

No comments

Powered by Blogger.