Header Ads

প্রাক্তন || শাহরিয়ার সোহাগ || Prakton || A Novel by Shahriar Sohag

প্রাক্তন, রোমান্টিক উপন্যাস, রোমান্টিক উপন্যাস, Shahriar Sohag, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla

মালাবাগ মোড়ের একটা নামসামান্য হোটেলে উচ্চদামে ইফতার করেছিলাম তুমি আমি। তুমি সেদিন আমার সাথে তাল মেলাতে সারাদিন না খেয়ে ছিলে। আমার শত চোখ রাঙানি তোমাকে সেদিন পানিও ছোঁয়াতে পারেনি। হোটেলভর্তি সবার সাথে বসে মাথায় কাপড় দিয়ে আজান শুনেই তুমি তোমার উপোষ ভাঙলে। আমি জ্যাম ঠেলে এত দূর থেকে তোমার সাথে প্রেম করতে যেতাম বলে আমার প্রতি তোমার ধন্যবাদের কমতি ছিল না। একপর্যায়ে তো তোমার খুশির বহিঃপ্রকাশ হত আমার গালে, ঠোঁটে চুমু দিয়ে। আমিও দিনে দিনে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। লোভী হয়ে উঠছিলাম বললেও ভুল হবে না। তবে একটা কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। ওহ, আরো একটা কথা আছে। লোভে পাপ, পাপে মৃত্যু। এই যেমন আমি আজ প্রানহীন দেহের মানুষ। ইফতারের পরের সেই ফাঁকা ঢাকাতে তুমি আমি হাত ধরে হেটে বেড়াতাম। এখন আমার হাতটা তোমার কাছে বড্ড অচেনা।


প্রাক্তন || শাহরিয়ার সোহাগ

No comments

Powered by Blogger.