Header Ads

প্রাক্তন || শাহরিয়ার সোহাগ || Prakton || A Novel by Shahriar Sohag

প্রাক্তন, রোমান্টিক উপন্যাস, রোমান্টিক উপন্যাস, Shahriar Sohag, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla

আমার মেসবাড়িতে সেদিন কেউ ছিল না। দুজনের সম্মতিতেই আমার আমন্ত্রণে সাড়া দিয়ে তুমি সেদিন আমার বাসাতে এসেছিলে। মিষ্টি রঙের থ্রিপিচে তোমাকে বেশ মিষ্টি লাগছিল সেদিন। তোমার চোখে ছিল কৌতূহল, ভয়ের সংমিশ্রণ। লজ্জা আর আতঙ্কে মোড়া তোমার লালাভ চাহনীতে তোমার প্রতি আমার প্রেম বাড়ছিল বৈকি। সেদিনই প্রথম কোনো মেয়েকে কামনায় জড়িয়ে ধরেছিলাম। হ্যাঁ, প্রেমিকারূপী পরীকে জড়িয়ে ধরার সৌভাগ্য হয়েছিল আমার। তোমার সেদিনের পরা হালকা গোলাপী ব্রা আর বাম স্তনের স্থায়ী নীল তিলটা আজো আমার চোখে আটকে আছে। চিকন ফিতার সুতি ব্রার আড়ালে তুমি যেন চন্দ্রনাথের থেকেও রহস্যে ঘেরা দুটো প্রাণোচ্ছল পাহাড় এনেছিলে আমাকে উপহার দিতে। দুহাতে তোমার উপহার নিয়ে আমার উন্মাদনায় আমাকে পাগল বলেছিল। শোধ নিতে তোমাকেও পাগল বানিয়েছিলাম, কামনায়। আমার বদ্ধ সে ঘরের গুমোট গন্ধে মানিয়ে নিতে তুমি যেমন সময় নেও নি, আমিও সময় নিই নি তোমার গন্ধে ডুবতে। তোমার কাঁধে আমার চুমুর দাগ। তুমি বলেছিলে আয়নার সামনে দাঁড়ালেই নাকি আমাকে মিস করবে। এখনকি মিস করো? আয়নার সামনে তোমার পাশে তোমার বর্তমান থাকলেও কি আমাকে মিস করো? আমার উদ্দেশ্যে সেই বদ্ধ ঘরে তোমার প্রেমময় গোংরানো, থাক ওটা না হয় সেই সময়টাতে বন্দি থাক। তবে এটুকু বলো তো, আমার মত তোমার কি এসব স্মৃতি উদাস করে না? পুরোনো প্রেম জেগে ওঠে না মৃত আগ্নেয়গিরির মত? আমরা না ওয়াদাবদ্ধ ছিলাম, কেউ কাউকে কখনো ছেড়ে যাবো না বলেছিলাম। তোমার থেকে শোনা তখনকার একটা স্পর্শকাতর কথা এখন মনে পড়লে খুব হাসি পাই। কেনই বা পাবে না বলো। আমাকে ছাড়া বাঁচবে না বলেছিলে। আর এখন এই শহরে আমাকে একা রেখে দিব্যি অন্য একজনের সাথে ঘর করছো। এক প্লেটে ভাত খাচ্ছো, এক গ্লাসে পানি খাচ্ছো, এক কাপে চা খাচ্ছো, এক বেডে ঘুমোচ্ছো...


প্রাক্তন || শাহরিয়ার সোহাগ

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে
অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

No comments

Powered by Blogger.