Header Ads

লেখক শাহরিয়ার সোহাগ হয়ে ওঠার শুরুটা

লেখক শাহরিয়ার সোহাগ হয়ে ওঠার শুরুটা, Shahriar Sohag, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short ban


লেখালেখির শুরুটা স্কুলজীবন থেকেই। ছন্দ মিলিয়ে কবিতা লেখা দিয়েই লেখালেখির শুরু। "বন্ধুত্বের ইতিকথা" নামে একটা কিশোর উপন্যাস লিখেছিলাম ক্লাস নাইনে থাকতে। যেহেতু ছোটবেলা থেকেই নিজের মধ্যে লেখক হবার স্বপ্ন দেখতাম, তাই বন্ধুদের নিয়ে লেখা এই বইটাই প্রথম প্রকাশ করতে প্রস্তুতি নিই। কারণ শুরু তো করতে হবে। আমার সারা জীবনের বেস্ট ফ্রেন্ড রিমুর পরামর্শে গল্পের নাম পরিবর্তন করে রাখালাম "অসমাপ্ত বন্ধুত্ব"। বইটা আমি রিমুকে উৎসর্গ করেছিলাম। লেখক হিসেবে শাহরিয়ার সোহাগ আত্মপ্রকাশ করলো ২০১৪ সালের বইমেলাতে, ১৫ ফেব্রুয়ারী। বই প্রকাশের ৪০ হাজার টাকার অর্ধেক মা দিল, বাকি অর্ধেক তুহিন মামা। তৃতীয় নয়ন থেকে প্রকাশিত হল আমার প্রথম বই। জানি অপরিচিত আমার বই বিক্রি হবে না। তবে লেখক হিসেবে পথ চলা তো শুরু হোক।
অসমাপ্ত বন্ধুত্ব। প্রকাশিত হবার এক সপ্তাহের মধ্যেই আলোচলায় আসলো। প্রথম বই হিসেবে বেশ সাড়া ফেললো। বিভিন্ন দেশেরর প্রবাসীদের থেকে শুভেচ্ছা পেতে শুরু করলাম। প্রথম বইয়ে আশাতীত সাফল্য আর স্মৃতি অর্জন করলাম। স্মৃতিগুলো অন্য কোনো সময় শেয়ার করবো। তখন আমি ঢাকা কলেজে সদ্য অনার্স ভর্তি হওয়া ছাত্র।
আমার প্রথম বইয়ের পাঠকদের কাছে আমি চির কৃতজ্ঞ। কারণ আমার মত একটা নতুন লেখকের বই সেদিন পড়েছিলেন বলেই আজ আমার এই অবস্থান।


No comments

Powered by Blogger.