Header Ads

ইতি - আপনাদের শাহরিয়ার সোহাগ

ইতি - আপনাদের শাহরিয়ার সোহাগ, রোমান্টিক উপন্যাস, রোমান্টিক উপন্যাস, Shahriar Sohag, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla


কলেজের একজন শিক্ষক বলেছিলেন এসব লেখালেখি, নাটক ফাটক করে লাভ নেই। নিজের বাবাও চায়নি আমি লেখালেখি করি। আর পরিচিত মহলের অবগ্যা তো ছিলও। শুধু মাত্র মায়ের দোয়াতে আর হাতে গোনা কিছু মানুষের ভালোবাসাতে, বহু মানুষের ঠাট্টার টেবিল থেকে উঠে এসে আমার এই যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে। বন্ধুত্বের ইতিকথা পান্ডুলিপিটা ২০১৪ সালে প্রকাশ পেয়েছিল অসমাপ্ত বন্ধুত্ব নামে।
লেখালেখির প্রথম বইয়ে কল্পনাতীত সাড়া পাবার পর সেই উৎসাহ থেকেই আজকে আমি আপনাদের কাছে শাহরিয়ার সোহাগ।
১০ বছরের ব্যবধানে আজ নিজের বইয়ের সংখ্যা ১২। এই পথটা খুব বেশি সুখের ছিল না আমার। তারপরও নিজের লক্ষ্য টাকে আকড়ে ধরে আপনাদের চোখের সামনে বড় হতে হতে প্রকাশ করেছি আমার লেখা ১২টা বই।
আমার শুভাকাঙ্খী, পরিচিত সবাইকে বলবো আমার বইগুলো পড়ে দেখতে পারেন। বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। সারা বছর কষ্ট করে লিখে এখন আপনার এমন ইয়ারকি আপনার সাথে আমার দূরত্বই বাড়াবে।
আমার জন্য দোয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমার আগামি লেখার উৎসাহ।


ধন্যবাদ
শাহরিয়ার সোহাগ

No comments

Powered by Blogger.