ভয় || Voy || poem by Shahriar Sohag
তোমার আকাশে উড়তে আমার বড্ড ভয় হয়,
উড়তে গিয়ে যদি নামতে না পারি ঠিক সময়!
তোমার নাটাইএ উড়োতে ঘুড়ি খুব বেশি ভয় হয়,
হঠাৎ যদি মাঝ আকাশে সুতোটা ছিঁড়ে যায়!
তোমার সাগরে নৌকো ভাসাতে ভয় হয়,
মধ্য সাগরে ঝড়ের কবলে যদি নৌকোটা ডুবে যায়!
তোমার মাঝারে আমাকে হারাতে খুব বেশি ইচ্ছে হয়,
তবে ভয় হয়, নিজেকে যদি আর খুঁজে না পাই!
রাত ১১টা। ২০-৬-১৬। জিগাতলা, ঢাকা।
No comments