ভীষণ অসুখে || Vishon Oshukhe || poem by Shahriar Sohag
তীব্র রোদে এই শহরে বৃষ্টি নেমেছে আজ।
তুমি নেই তাই বৃষ্টিস্নানে আমি নারাজ।
তোমায় ভেবে একটা প্রেমের কবিতা লেখার চেষ্টা,
তোমাকে এই স্নানে কাছে পাবার তেষ্টা।
তুমি এখন আমার থেকে অনেক মাইল দূরে,
তুমি এখন গাইছো গান তোমার আপন সুরে।
তোমায় খুঁজছি এখন স্বপ্নভরা চোখে।
আমি আক্রান্ত তুমি নামক ভীষণ অসুখে।
মে ২০১৯
No comments