তুমি তো এখন আমায় ভালোবাসো না || tumi to ekhon amay valovasho na || poem by Shahriar Sohag
হারানো সে পথের বাঁকে,
আমি আজো অবাক চোখে,
খুঁজে ফিরি, সেই তোমাকে।
যেই তুমি একসময় ভাবতে আমাকে।
এখন তো আর ভাবো না,
এখন তো আর এ পথে হাটো না।
এখন তাই চাইলে পাই না দেখতে তোমাকে।
শেষ বিকেলে, সান বাধানো দিঘীর জলে,
এখন আর পা ভেজাও না।
প্রিয় অভ্যাস বদলে, রোজ বিকেলে,
এখন তো আর দিঘীর জলে নৌকো ভাসাও না।
খুঁজে ফিরি, খুঁজে ফিরি।
খুঁজে পাই না।
তুমি তো এখন আমায়-
ভালোবাসো না।
ঢাকা | ২-৭-১৭ | রাত ১০.৩০
No comments