Header Ads

শোনো মেয়ে || shono meye || poem by Shahriar Sohag

শোনো মেয়ে, shono meye, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, bangl


শোনো মেয়ে, তোমায় নিয়ে প্রতিদিন রেস্টুরেন্টে বসতে পারবো না।

তোমায় নিয়ে একেকদিন একেক পার্ক, উদ্যানে বসবো।

কিংবা নতুন নতুন ফুটপাতে হাটবো,

নতুন নতুন বিখ্যাত খবার খাব।

প্রকৃতির বাতাস মাখা তোমার রূপে হারিয়ে-

তোমায় নিয়ে কবিতা লিখবো অনেক।


তোমায় দামী উপহার দিতে পারবো না।

শুধু তোমায় ভেবে-

আমার লেখা কবিতা আর চুমু দিতে পারবো অনেক।

তোমার চুল এলোমেলো করে চোয়াল টেনে দেবো।


এখন তুমি ভাবো আমায় দিয়ে তুমি খুশি কি না?

আমার সাথে দুষ্টুমিতে তোমার মন ভরবে কি না।

যদি সব ঠিকঠাক থাকে-

আমার সাথে পথ চলতে পারো হাজার মাইল।


সকাল ১০টা। ১৭-৫-১৯। ধানমন্ডি, ঢাকা।


 শোনো মেয়ে || shono meye || poem by Shahriar Sohag 

শাহরিয়ার সোহাগ এর কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

শাহরিয়ার সোহাগ এর লেখা বইগুলো সম্পর্কে জানতে বা কিনতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.