ও বন্ধু আমার... চেনা বন্ধুর সাথে অচেনা পথ চলতে চলতে হয় অসমাপ্ত বন্ধুত্ব || Shahriar Sohag Photography
ও বন্ধু আমার...চেনা বন্ধুর সাথে অচেনা পথ চলতে চলতে হয় অসমাপ্ত বন্ধুত্ব।পথ চলতে গিয়ে কিছু মানুষ আমাদের জীবনে অমূল্য হয়ে ধরা দেয়। মানুষের সাথে মানুষের এই আত্মার বন্ধনকে আমরা বন্ধুত্ব বলি। কিছু বন্ধুত্ব থাকে আমৃত্যু। কিছু সম্পর্ক ভাঙে স্বার্থে। যাদের জীবনে এমন অসমাপ্ত বন্ধুত্ব থাকে, তারা ভাগ্যবান, ভাগ্যবতী।
ছবিতে : আফিয়া, হিয়াআলোকচিত্রে : Shahriar Sohag
কাঁধে একটা বন্ধুর বিশ্বস্ত হাত জীবন,
জীবনে আর কি ই বা চাই।
জীবনে আর কি ই বা চাই।
শৈশবের প্রিয়মুখগুলো বড় হয় বয়সের তারড়নায়।
সম্পর্ক গাঢ় হয় বন্ধুত্বের ভালোবাসায়।
সম্পর্ক গাঢ় হয় বন্ধুত্বের ভালোবাসায়।
এই শহরে তোরে সময়ের অভাবে এভাবে,
জড়িয়ে ধরা হয় না কতটা সময়!
তুই ছাড়া আমার গল্পকথা,
তার অনেকটাই অভিনয়।
জড়িয়ে ধরা হয় না কতটা সময়!
তুই ছাড়া আমার গল্পকথা,
তার অনেকটাই অভিনয়।
বন্ধু আমার, তুই থেকে যা আমার মনে।
নিয়মিত দেখা না হোক, যোগাযোগ হোক,
ছোটবেলার মত ভালোবাসাতে থাক প্রতিক্ষণে।
নিয়মিত দেখা না হোক, যোগাযোগ হোক,
ছোটবেলার মত ভালোবাসাতে থাক প্রতিক্ষণে।
একটা মেয়ের বেস্ট ফ্রেন্ড যদি একটা মেয়ে হয়,
তবে সেখানে অন্য কারোর প্রবেশে ১৪৪ ধারা জারি থাকে।
কাঁধে হাত রেখে পাশে থাকার এই আশ্বাস,
জীবনে চলার পথে বুঝি তুই পাশে আছিস বন্ধু।
জীবনে চলার পথে বুঝি তুই পাশে আছিস বন্ধু।
তোর আমার কত সহস্র গল্প জমে,
আমি বার বার পড়ি বন্ধু তোর বন্ধুত্বের প্রেমে।
আমি বার বার পড়ি বন্ধু তোর বন্ধুত্বের প্রেমে।
বন্ধু তুই আমার হাসির কারণ।
তোর সাথে হলে দেখা আমার গোমরা মুখ বারণ।
তোর সাথে হলে দেখা আমার গোমরা মুখ বারণ।
No comments