Header Ads

নেশা || Nesha || poem by Shahriar Sohag

নেশা, Nesha, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla poem, short bangla poem, bangla poem pic


কবিপ্রান প্রেমে নিমজ্জিত হয় বারংবার,
তোমারি রূপের আলোকছটায়।
সে পুরুষ যথার্থ ভাগ্যমান,
যে নিমগ্ন তোমারি ভালোবাসায়।

বালিকা, তোমাতে আমার বড্ড নেশা হয়।
তোমার লাজুক চাহনী, খোলা চুল,
ঠোঁটের ফাকের লুকানো হাসি কিংবা
করোটির ঠিক মাঝখানে ছোট্ট একটা কালো টিপ;
এগুলোই তো আমার নেশার এক একটা উপকরণ।
তোমার নেশাতে পেট ভরে না ঠিকই, মন ভরে।
তোমার নেশাতেই কেটে যায় সময়,
ভাসতে পারি ভর দিয়ে স্বপ্নডানায়।

নিজেকে পরিপাটি রাখতে জুড়ি নেয় তোমার।
চোখের সামনের এলিয়ে পড়া তোমার অভদ্র চুলগুলো সরিয়ে দিতে-
নিজে অভদ্র হতে চাই।
ইচ্ছে করে ফুঁ দিয়ে চুল উড়িয়ে
তোমার চোখে চোখ রেখে নেশা করি।
তুমিই তো আমার আফিম, তামাক, নিকোটিন।
এ নেশা ধোয়াতে না,
এ নেশা তোমাকে দর্শনে।


রাত ১২ টা ১০. ১২-১-১৭। জিগাতলা, ঢাকা।


অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে


নেশা || Nesha || poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

শাহরিয়ার সোহাগ এর লেখা বইগুলো সম্পর্কে জানতে বা কিনতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.