খাবার খালামনি || Khabar Khalamoni || poem by Shahriar Sohag
কতগুলো পাতিলের সমাহার, কলস ভরা পানি, বোতল ভরা লবণ।
শাহবাগ ব্যস্ত দু'রাস্তার মাঝের উঁচু জায়গায় বসে আছে এক মহিলা।
উড়ছে ধুলো, সাথে ঝাঝালো গন্ধ।
তার ই মাঝে তিনি ব্যস্ত পথের মানুষগুলোর প্লেটে খাবার বেড়ে দিতে।
ঐ মানুষগুলোর হয়ত স্টার, লাবাম্বা, কে.এফ.সি. সম্পর্কে ধারণা নেই।
তবে ত্রিশ টাকায় মাছ-ভাত, পঁয়ত্রিশ টাকায় মিলবে ডিম। এটাই কম কিসে??
দুপুর থেকে রাত এগারোটা।
এভাবে অন্যকে খাইয়ে নিজের সাথে সংগ্রাম করে চলেছেন আকলিমা আক্তার।
নিজে খেতে না পারলেও খাবার বিক্রি করে চলছে তার স্বামীহীন সংসার।
বিকাল ৫টা। ২৭-১০-১৪। শাহবাগ, ঢাকা
খাবার খালামনি || শাহরিয়ার সোহাগ || Khabar Khalamoni || poem by Shahriar Sohag
No comments