গত বর্ষাতে || Goto Borshate || poem by Shahriar Sohag
গত বর্ষাতে তুমি শেষ ভিজেছিলে আমার সাথে।
সেদিন আমার হাত ধরে,
রিক্সার হুট ছেড়ে ইচ্ছে করেই ভিজেছিলাম দুজন।
এক বর্ষার ব্যবধানে আমি এখন বেশ পুরনো।
তুমি এখন ভেজোনা আমার সাথে।
তুমি তোমার নতুন চারতলা বাসার ছাদে-
একা একায় বৃষ্টিস্নান করো।
আর আমি শহরে ফুটপাতে ভিজতে বাধ্য হই।
যে ফুটপাতে একসময় আমি-
তোমার সাথে ভেজার মিনতি করতাম বারংবার।
তুমি কবির কবিতা ছিলে,
সোহাগ এর কল্পনার বালিকা ছিলে,
তোমার নাম দেওয়া কৃষ্ঞের রাঁধা ছিলে।
কিছু সময়ের ব্যবধানে
তুমি এখন নিজের নামেই আছো,
তুমি এখন একা একা ভেজো।
গত বর্ষাতে তুমি শেষ ভিজেছিলে আমার সাথে।
বিকাল ৩.১০। ৮-৭-১৯। ফার্মগেট, ঢাকা
No comments