Header Ads

এই শহরে তুমি আমার হয়ে এসো || Ey shohore tumi amar hoyeb eso || poem by Shahriar Sohag

এই শহরে তুমি আমার হয়ে এসো, Ey shohore tumi amar hoyeb eso, poem by Shahriar Sohag, romantic bangla poem, bangla poem for love, birthday wish bangla po


এই জঞ্জালের শহরে তুমি একদিন ফুল হয়ে এসো।
সেদিন পুরোটা সময় আমি তোমার গন্ধে ডুববো।
তোমায় সেদিন ছুঁয়ে দেখবো ইচ্ছে মত।
তোমার আপত্তি থাকবে না তো?
তোমাকে বনলতা ভাবলেও,
আমি তোমাকে জবা বলেই ডাকবো।
সেদিন তোমায় রিক্সায় পাশে বসিয়ে-
হাত জড়িয়ে ধরে রাখবো পুরোটা রাস্তা,
রাস্তার যেন ফুরাবে না।
সেদিন তুমি কাজল, টিপ, চুড়িতে সেজে এসো।
তোমার চোখে সাঁতার শিখবো সেদিন।
আর টিপে শিখবো নিশানা।
চুড়ির শব্দে পথ হারা হবো।
চুমুতে চুমুতে তুমি পথে ফিরিও।
এই শহরে তুমি আমার হয়ে এসো।




শাহরিয়ার সোহাগ এর কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

শাহরিয়ার সোহাগ এর লেখা বইগুলো সম্পর্কে জানতে বা কিনতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.