এযুগের বনলতা || ejuger bonolota || poem by Shahriar Sohag
হও যদি তুমি আমার এযুগের বনলতা,
তোমায় নিয়ে লিখবো আমি হাজারো কবিতা।
তুমি আমার কবিতার ছন্দ,
আর আমি তোমার জীবনানন্দ।
তুমি জন্মেছো এই বাংলায়,
এই বাংলার সবটুকু সৌন্দর্য্য নিয়ে,
তোমার এই প্রেম, অস্তিত্ব সবই পাবে অমরত্ব,
তুমি বেঁচে রবে আমার কবিতা হয়ে।
No comments