এদেশ || edeshe || poem by Shahriar Sohag
এদেশে ধার্মিক পাওয়া যায় ফেসবুকে,
মুসল্লি পাওয়া যায় শুক্রবারে।
ইমান বলতে কেবল শিশিরকে পর্দা করতে বলে।
মসজিদের বিরোধি নই আমি।
মসজিদ তো অনেক আছে।
ডিজিটাল মসজিদের চেয়ে লাইব্রেরী কি জরুরী নয়?
নিজের মধ্যে শিক্ষাটা থাকা দরকার।
নামে ইসলাম, মুসলমান দাবি না করে -
শান্তির জন্য কাজ করতে হবে।
তবে শান্তির জন্য কাজ করার অযুহাতে অশান্তি তারাই আনে।
অন্য ধর্মের বন্ধুদের সামনে লজ্জিত হই।
আমার নত মস্তক আমার ধর্মের-
নামধারী কিছু বিচ্ছিন্নতাবাদীরর জন্য।
দায় তো আমার উপরও আসে। মুসলিম তো
এক শ্রেণী মানুষ নাস্তিক বলে চিল্লাবে।
হাস্যকর হলো তারা কেউই নাস্তিকের সঙ্গা জানে না।
তারা যুক্তিমানে না, বোঝে না।
এরাই স্বার্থান্বেষী, এটাই ভয়ংকর।
তারা যেন একেক জন খোঁড়া যুক্তির জাহাজ।
গায়ের জোরে দাবি করা স্বঘোষিত ঈমানদার।
No comments