ডাক্তার প্রেমিকা || Doctor Premika || poem by Shahriar Sohag
আমি তোমার রোগী হতে চাই।
কোন রোগ না পেয়ে-
আমাকে চলে যাবার দরজা দেখিয়ে দেবে।
তারপরও, আমি আবার আসবো,
তোমার কাছে সুস্থতার ওষুধ খুঁজতে।
তুমি প্রেসক্রিপশনে ওষুধ লিখবে।
আর আমি তোমার এলিয়ে পড়া খোলা চুলের ফাঁকে-
কাজল পরা চোখে ওষুধ খুঁজবো।
তোমার কাজল খেঁকো চোখ-
বরাবরই মুগ্ধতা ছড়িয়েছে।
তুমি নামকরা ডাক্তার।
আমি তোমার নিয়মিত রোগী।
আমি ভীষন তুমিহীনতায় ভুগী।
রাত ১ টা ১৫ | ৪-৭-১৭ | ধানমন্ডি
No comments