Header Ads

ডাক্তার প্রেমিকা || Doctor Premika || poem by Shahriar Sohag

small bangla poem, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, bangla poem child, bangla poem site, ডাক্তার প্রেমিকা, Doctor bangla poem, rag day bangla poem


আমি তোমার রোগী হতে চাই।
কোন রোগ না পেয়ে-
আমাকে চলে যাবার দরজা দেখিয়ে দেবে।
তারপরও, আমি আবার আসবো,
তোমার কাছে সুস্থতার ওষুধ খুঁজতে।
তুমি প্রেসক্রিপশনে ওষুধ লিখবে।
আর আমি তোমার এলিয়ে পড়া খোলা চুলের ফাঁকে-
কাজল পরা চোখে ওষুধ খুঁজবো।
তোমার কাজল খেঁকো চোখ-
বরাবরই মুগ্ধতা ছড়িয়েছে।

তুমি নামকরা ডাক্তার।
আমি তোমার নিয়মিত রোগী।
আমি ভীষন তুমিহীনতায় ভুগী।


রাত ১ টা ১৫ | ৪-৭-১৭ | ধানমন্ডি


অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে


ডাক্তার প্রেমিকা || Doctor Premika || poem by Shahriar Sohag

শাহরিয়ার সোহাগ এর কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

শাহরিয়ার সোহাগ এর লেখা বইগুলো সম্পর্কে জানতে বা কিনতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.