Header Ads

চলো || শাহরিয়ার সোহাগ || Cholo || poem by Shahriar Sohag

চলো, শাহরিয়ার সোহাগ,  Cholo, poem by Shahriar Sohag,

চলো

চলো এক সন্ধ্যা, ঘুরি রিক্সায়,
তোমার হাতটা ধরে জ্যামের রাস্তায়।
কোথাও থমকে, তোমায় চমকে দিয়ে কানে গুঁজে ফুল,
টক ঝাল মিষ্টি চায়ের একটা কাপের একই সীমানায়,
দুটো দুটো চারটা ঠোঁট মিলবে না হয়।
চাইলে তুমি হাতটা ধরে,
লাটিম হয়ে ঘোরো পুরোটা শহরে।
চাইলে মত হুট করে চলো ভাসি নৌকায়,
সন্ধ্যায় বুড়িগঙ্গায়।
জগতের নিয়মে ভেঙে, চলো একটা সন্ধ্যায় সাজাই,
সেই সন্ধ্যার শহরে তোমাকে চলো প্রেমে জড়াই।
রিক্সায়, নৌকায়, বা হেটে চলা রাস্তায়,
তুমি ছুঁয়ে রেখো আমায়।
আমি তোমার নিঃশ্বাস সম দূরত্বে,
বলবো তোমায়, চলো আজ না হয়,
দুজন মিলে আমাদের মাঝেই ডুবে মরে যাই।
চলো যাই, চলো হারাই, চলো ডুবে মরে যাই।


চলো || শাহরিয়ার সোহাগ || Cholo || poem by Shahriar Sohag

No comments

Powered by Blogger.