আজ আমার প্রেমিকার বিয়ে
প্রায় পাঁচ বছরের সম্পর্ক। কত স্মৃতিই তো জমে আছে। আজ তার বিয়ে।। সে আজ বউ সেজেছে। নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িকে আপন ভাবার শপথ নিয়ে। সে সবসময়ই বলতো তার বিয়েতে সে মেরুন রঙের শাড়ি পরবে। খবর পেয়েছি আজ তা ই পরেছে।
পাঁচ বছরের সুন্দর সময়ে কখনো দাগ লাগেনি। নিজের সাধ্যমত তার চাওয়া গুলো পূরন করেছি সব। সে যেটা খেতে চাইতো, যেখানে ঘুরতে যেতে চাইতো সব ইচ্ছাই সুপারম্যান এর মত পূরণ করতাম। তাই সে আমাকে তার সুপারম্যান বলে ডাকতো।
প্রেমিকার খোলা কেশ দেখতে আমার ছয় মাস অপেক্ষা করতে হয়েছিল। একদিন বৃষ্টি স্নাত সকালে ক্লাস ফাঁকি দিয়ে দুজন রমনা গেছিলাম। এই রমনা থেকেই তো আমাদের পথচলা শুরু হয়েছিল। পিচ্ছিল রাস্তায় হাটতে গিয়ে পিছলে পড়ার ভয়ে সে আমার হাত টেনে ধরেছিল। কথা দিয়েছিলাম তার হাত ছাড়বো না। তবে সুন্দর প্রেমের ইতি টেনে বাবার পছন্দের ছেলের সাথে আজ তার বিয়ে হচ্ছে।
সকালে ঘুমানোর মত বাজে অভ্যাস টা সানিয়ার জন্যই বদলাতে হয়েছে। তার ক্লাস সকাল সাতটাই। প্রেমের আগে সে একা আসতো ঠিক, তবে প্রেমের পরে মনে হত সে হয়ত পারবে না এক সকালে একা আসতে। তার উপর আবার মোহাম্মদপুর জিগাতলার রোডে ভোর সকালে ছিনতাই বেশি হয়।
আজ সানিয়ার বিয়ে। সানিয়া বউ সেজেছে। মেরুন রঙের শাড়ী পরেছে। চোখে লেন্সও পরেছে। গহনা আর ফুলে মুড়িয়ে রেখেছে নিজেকে। সেদিনের সেই পিচ্চি মেয়েটার আজ বিয়ে।
সবাই দোয়া করবেন সোহাগ আর সানিয়ার জন্য।
No comments