Header Ads

বালিকা ৪ || balika 4 || Poem by Shahriar Sohag

small bangla poem, Shahriar Sohag, শাহরিয়ার সোহাগ, bangla poem child, bangla poem site,  বালিকা ৪, balika 4,  bangla poem, rag day bangla poem


বালিকা, তুমি তো এক সম্ভ্রান্ত পরিবারের উত্তরসূরী।
তাইতো তোমার শাড়ি পরা ছবি দেখে-
ক্রাশ খেয়েও প্রেমে পড়তে ভয় হয়।
হয়ত সেটা একপক্ষের।
তবে সেটা ভেবে মাঝে মাঝে কবিতা হয়।
বালিকা, তোমার খোলা চুলে-
তুমি কি তেলের বদলে মদ মাখো?
কিংবা শাড়িতে সুগন্ধির বদলে গাজার ধোঁয়া?
ঠোঁটে কোন মাদক নেও?
কাজলের বদলে কি মাখো চোখে?
বালিকা, তোমার হাতে ছুরি, কাঁচি থাকে জানি।
তবুও তোমার নরম হাতটা বেশ পছন্দের আমার।
একহাতে তোমার জাত ধরে-
অন্য হাতে কলম তুলে নেবো।
তুমি যদি শর্ত দেও কবির সময় ধরতে দেবে হাত,
অনন্তকাল হাত ধরে, কবিতা লিখে যাব।
বালিকা, তোমাকে আমার ঠিক যতটা ভয় হয়।
ঠিক ততটায় প্রেম হয়।
তোমার ভেবে কবিতা লিখে-
রাত পেরিয়ে ভোর হয়।
বালিকা, তোমাতে আমার বড্ড প্রেম হয়।


 
ভোর ৩টা ৪৫ | ১০-১১-১৮ | ধানমন্ডি ১৫, ঢাকা।

বালিকা ৪ || balika 4 || Poem by Shahriar Sohag


শাহরিয়ার সোহাগ এর কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

শাহরিয়ার সোহাগ এর লেখা বইগুলো সম্পর্কে জানতে বা কিনতে ক্লিক করুন

No comments

Powered by Blogger.