অনুমতি ২ || Anumoti 2 || poem by Shahriar Sohag
তুমি আমার কবিতা হবে না প্রিয় ?
নাকি লক্ষী প্রেমিকার মত প্রেম নিয়ে-
আমার সামনে বসে রবে?
আর আমি তোমার গন্ধে মাতাল হয়ে-
প্রেমের কবিতা লিখবো তোমাকে ভেবে ?
তুমি মাঝে মাঝে আমায় ছুঁয়ে দিও,
হতে পারে হাতে, গালে, চুলে।
তাতে আমি কল্পনা থেকে ফিরে,
পাশে বসে থাকে দেবীকে দেখবো চোখ ভরে।
যদি মন না মানে, তোমার সম্মতিকে তবে-
তোমায় অনেকটা সময় ছুঁয়ে থাকবো।
তোমায় ছুঁয়ে থাকার অনুমতি মিলবে তো ?
বিকাল ৪টা | ১৮-১-২১ | ধানমন্ডি ১৯, ঢাকা
No comments