Header Ads

রঙিন মেয়ে এবং একটা জীবন || Rongin Meye Ebong Ekta Meye || poem by Shahriar Sohag

রঙিন মেয়ে এবং একটা জীবন || Rongin Meye Ebong Ekta Meye || poem by Shahriar Sohag

রঙিন মেয়ে এবং একটা জীবন

ও বুকে হাত দিয়েছে বহু জন।

তবে ভালোবাসা দিয়ে ছুঁয়ে দেখেনি কেউ।

†`‡n জড়িয়েছে বহু বিবস্ত্র দেহ,

তবে কোনো দেহ তাকে মায়াতে বাঁধেনি।

কি অদ্ভুত, তাই না?

যৌনতার মত চরম সুখও টাকায় বিক্রি হয়!

যৌনতা অনুভব না করলেও।

বুক পকেটে তার জন্য ভাংতি টাকা Avi

হাতের তালুতে তার দেহে হাত বোলানোর নেশা নিয়ে-

মুখে বলি- ছ্যা ছ্যা ছ্যা। বেশ্যা বেশ্যা।

অথচ এই সুশীলই পাবলিক বাসে সুযোগ পেলেই-

চেপে ধরে নারীর বুক কিংবা দেহের অন্য অংশ।

অশ্লীল পোশাকে কাউকে দেখলে গালিও দেয়,

আড়চোখে কয়েকবার ওদেহে চোখও বুলিয়ে নেয়।

 

বাঁচতে হবে, সেটা যে কোনো মূল্যেই।

তাই তো জীবনের রঙে সাদা কালো মেয়েটা-

রকোমারি রঙে নিজেকে রঙিন করে।

সাদা চামড়া আর উঁচু বুক যার, দুনিয়া তো তার ই।

উঁচু বুকে, কামুক চোখে খদ্দের খোঁজে, কিছু টাকার জন্য,

আরো কিছুদিন বেঁচে থাকার জন্য।

 

 

mKvj 11Uv 40| 27-10-17| avbgwÛ, XvKv|


শাহরিয়ার সোহাগ এর রঙিন মেয়ে এবং একটা জীবন কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন  

Rongin Meye Ebong Ekta Meye || poem by Shahriar Sohag  


শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা    

No comments

Powered by Blogger.