Header Ads

আমার শহর - ২ || Amar Shohor || poem by Shahriar Sohag

আমার  শহর - ২  || Amar Shohor || poem by Shahriar Sohag


আমার শহর - ২


কাক ডাকা সকালে ঘুম ভাঙে ময়লাওয়ালার কর্কশ ধ্বনীতে।
জ্যাম দিয়েই সকালের যাত্রা শুরু।
গাড়ির শব্দে প্রিয় চায়ের কাপের শব্দও মিলিয়ে যায়।
ভিক্ষা ব্যবসা, ধান্দাবাজি, ফুটপাতের হকারি,
আধুনিকতার নামে ছোট পোশাকে গা দেখিয়ে কিছু মেয়ের বেশ্যাগিরি।
আর গলির মোড়ে আড্ডারত কিছু বেয়াদবের চোখ দিয়ে সে দেহ ভক্ষণ।
এসব আমার নিত্য অভিজ্ঞতা।
সিটি বাসে ললনাদের অপ্রত্যাশিত চাপ সহ্য করা যেন রুটিন।
খোলা আকাশে সাদা মেঘ দেখি না,
কংক্রিটের ফাঁকে যতটুকু আকাশ দেখি-
সেটাও কালো ধোয়ার দখলে।
এখানকার ভিক্ষুকগুলো সবাই মুসলমান।
সবাই আল্লাহর নামে কিংবা আল্লাহর রাস্তায় ভিক্ষা চাই।
এই শহরে সূর্য ওঠে ঠিকই, তবে অস্ত যায় না।
এই শহরে বর্ষায় হাটু পানি থাকে ঠিকই,
তবে এই শহরেই আমি আমার স্বপ্ন ভাসিয়েছি।
এখানে ঘুড়ি, পাখি খুব কমই ওড়ে।
তবে আমার শহরে প্রতিনিয়ত মানুষ তার স্বপ্ন ওড়াই।
কেন জানি এ শহর আমাকে খুব বেশি টানে।
এ শহরে আমি প্রতিনিয়ত দেহ বিক্রি করি অস্তিত্ব টিকিয়ে রাখতে।
তারপরও বারংবার আমি এই শহরের প্রেমে পড়ি।
এ আমার ভালোবাসায় শহর।



শাহরিয়ার সোহাগ এর আমার শহর - ২ কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Amar Shohor || poem by Shahriar Sohag 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা

No comments

Powered by Blogger.