Header Ads

যখন সবকিছু আবার || শাহরিয়ার সোহাগ

 

যখন সবকিছু আবার  ||  শাহরিয়ার সোহাগ

যখন সবকিছু আবার ঠিক হয়ে যাবে,

তুমি আমাকে সিরামিক বা কাঁচের-

একটা চায়ের কাপ কিনে দিও।

এখনকার কাপটা বেশ পুরনো হয়ে গেছে।

আর মেলামাইনের কাপে নাকি শরীরে সমস্যা হয়।

আচ্ছা, কাঁচের কাপ দিও। চায়ের রংটা যেন দেখা যায়।

সবকিছু ঠিক হবার পরও যদি দুজনই বেঁচে থাকি,

সামনের বইমেলাতে আবারো একসাথে হাটবো আমরা।

তুমি সেদিন শাড়ি পড়ে এসো। আর আমি পাঞ্জাবি।

ঢামেকের চটপটি, মোড়ের দোকানের ফুচকা,

বাবলুর চা, মামা হোটেলের হাঁসের মাংস,

রেজাউলের হালিম, রাইফেলস এর ফুডকোর্ট।

একে একে সবখানে যাবো তোমায় নিয়ে।

শহরটা আগে সুস্থ হোক।

আর তারও আগে- এই সুস্থ শহরে,

গৃহবন্দি অসুস্থ তুমি আমি বাতাস খেতে-

হুটখোলা রিক্সায় ঘুরবো পুরোটা শহর।

দোয়া করো, শহরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়।

আমরা দুজনই যেন বেঁচে থাকি।

 

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

 

 

 

No comments

Powered by Blogger.