Header Ads

চলো || শাহরিয়ার সোহাগ || Cholo poem by Shahriar Sohag

 

চলো || শাহরিয়ার সোহাগ || Cholo poem by Shahriar Sohag

চলো আজ রাতটা একসাথে ছাদে থাকি।
মৃদ্যু বাতাসে উড়বে তোমার খোলা চুল।
তুমি আমায় শোনাবে রবি দার গান,
আমি তোমার মুখোমুখি বসে-
চায়ের কাপে চুমুক দিয়ে তোমায় নিয়ে কবিতা লিখবো।

যদি মাঝরাতে আকাশ ভেঙে বৃষ্টি নামে আমাদের ছাদে,
তুমি আমি ভিজে একাকার হবো।
বৃষ্টির পানি তোমার চুল বেয়ে-
পড়বে তোমার খোলা কাঁধ আর নরম দেহে।
তোমায় জড়িয়ে তখন আবৃত্তি করবো-
কালজয়ী কোনো এক প্রেমের কবিতা।
চলো তুমি আজ রাতটা একসাথে ছাদে থাকি।

 




শাহরিয়ার সোহাগ এর 'চলো' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Cholo poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.