Header Ads

নেশা || শাহরিয়ার সোহাগ || Nesha poem by Shahriar Sohag

নেশা || শাহরিয়ার সোহাগ || Nesha poem by Shahriar Sohag

ঘুমভাঙা আমার ভরাট কন্ঠে-
তুমি খোঁজো দিনের প্রথম প্রেম।
আর আমি তোমার সাধনারত বন্ধ চোখে-
খুঁজে পাই ভালোবাসা মাথা কবিতার উৎস।

সকালে তোমার এই সৌন্দর্যের শুভ্রতা,
তোমার কন্ঠের মাদকতা-
আর তোমার চোখের এই নেশাতুর ভাব,
আমি ক্ষণে ক্ষণে নেশাগ্রস্ত হয়ে উঠি।

তুমি আমার ছন্দে বন্দি এক কবিতা।
আমার কবিতায় তোমার বন্দি জীবন।
যাবজ্জীবন বিনাশ্রম কয়েদি আমার কবিতার।
তোমার বিরুদ্ধে অভিযোগ-
তোমার দেহের যতটুকু দেখা যায়,
পুরোটাতেই তুমি মাদকের চাষ করো।
আর লুকানো অংশে-
চাষ করো যৌনতার মত তীব্রতেজের মাদক।
তোমার শাস্তি তুমি আমার সামনে বসে হাসবে।
শুধু হাসবে, প্রচুর হাসবে।
আর আমি তোমার হাসিতে নেশা করবো।
তোমার গন্ধ আমি আগুনে পুড়িয়ে খাব ধোঁয়া বানিয়ে।

 

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ শাহরিয়ার সোহাগ এর নতুন বই "মানুষ"। পাওয়া যাচ্ছে অনার্য, ৪৯৮-৫০১ নং স্টলে। অনলাইনে অর্ডার করতে কল করুন 01745676929 নাম্বারে



শাহরিয়ার সোহাগ এর 'নেশা' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Nesha poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.