Header Ads

নতুন ভাবে || শাহরিয়ার সোহাগ || Nutun Vabe poem by Shahriar Sohag

নতুন ভাবে || শাহরিয়ার সোহাগ || Nutun Vabe poem by Shahriar Sohag


তাঁতের কালো চেক শাড়ি আর,
কালো চুলের মাঝে উজ্জ্বল তুমি-
উচ্ছল চোখে হারিয়ে গেছো যেন।
একহাতে কালো চুড়ি, অন্যটাতে বেলীর মালা।
কানে গুজে রাখা কাঠগোলাপ আর কালো টিপে,
তুমি কবির জন্য কল্পনা হয়ে এসেছো।

মেঘলা বিকেলে কবি সেকেলে এক পাঞ্জাবিতে-
চায়ের কাপের চুমুকে কবিতা লিখবে দেখো।
সদ্য সুস্থ হওয়া বালিকাকে নিয়ে-
বিশ্ববিদ্যালয়ের ভ্যানের মুখোমুখি বসেছে কবি।
দমকারবাতাস ছেড়ে ততক্ষণে-
মেঘ গলে ভিজিয়ে দিয়েছে আমাদের।
তুমি বন্ধ নয়নে, মায়াবি বদনে,
দুহাতে বৃষ্টি মেখে আকাশ পানে তাকিয়ে।
কবি তোমায় আবিষ্কার করবে নতুন ভাবে।


শাহরিয়ার সোহাগ এর 'নতুন ভাবে' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Nutun Vabe poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.