একটা কথা রাখবে || শাহরিয়ার সোহাগ || Ekta Kotha Rakhbe poem by Shahriar Sohag
একটা কথা রাখবে?
একদিন আমার হাত ধরে হাটবে রমনায়?
নীল শাড়ী, নীল চুড়ি,
নীল টিপ।
বাম কানে গুজবে একটা নীল কঁচা ফুল।
একটা কথা রাখবে?
বসেবে কিছুক্ষণ রমনার বেঞ্চে?
বাদাম ছিঁলে খাওয়াবো তোমায়।
এলোমেলো করবো তোমার কেশ,
ছুঁয়ে দেখবো তোমার উষ্ঞতা।
একটা কথা রাখবে?
কথা দেও এই কথাটা রাখবে।
অনেক গুলো বছর পর-
তুমি ঠিক এমনটাই থাকবে।
এখনকার এই জোয়ানকে-
বুড়ো বয়সেও ভালোবাসবে।
শাহরিয়ার সোহাগ এর 'একটা কথা রাখবে' কবিতা
টি ভালো লাগলে শেয়ার করুন
Ekta Kotha Rakhbe poem by
Shahriar Sohag
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প
শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা
No comments