Header Ads

কোনো এক || শাহরিয়ার সোহাগ || Kono Ek poem by Shahriar Sohag


 

কোনো এক ||  শাহরিয়ার সোহাগ || Kono Ek poem by Shahriar Sohag

কোন এক সকালে আর হয়ত উঠবো না।

সেদিন হয়ত বৃষ্টি নামবে, তবে আর ভিজবো না।

জীবনের প্রথম গোসলের মত-

শেষ গোসলটাও করতে হবে অন্য কারোর মাধ্যমে।

কোন একদিন আমার বাড়ির উঠানে ভীড় পড়বে,

আত্মীয়দের উচ্চস্বরে চোখ ভেজানো স্মৃতিচারণ হবে।

কোন এক নামাজের পরে আমার জানাজা হবে।

খাটিয়াতে শুইয়ে আমাকে নেবে-

বাড়ির সামনের গোরস্থানে।

তারপর... কোন একদিন

আমি সোহাগ নিতান্তই অতীত।

 


শাহরিয়ার সোহাগ এর 'কোনো এক' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Kono Ek poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.