Header Ads

তুমি চাইলেই || শাহরিয়ার সোহাগ || Tumi Chailei poem by Shahriar Sohag

তুমি চাইলেই || শাহরিয়ার সোহাগ ||  Tumi Chailei poem by Shahriar Sohag

হতে পারতে কোনো গল্পের নায়িকা।

হুম চাইলেই পারতে।
গল্পের মত করে তোমার প্রেমে পড়তাম
তোমার সাথে প্রেম করতাম।

চলো এখন একটু প্রেম করি
একটা কবিতা লিখবো তবে।
যে কবিতায় তুমি শাড়ি পরে নাঁচবে পাহাড় চূড়ায়।
আর আমি বাংলা মদ হাতে তোমার নাচ দেখবো।
তোমার খোলা কাঁধ আর কোমর দেখে-
যৌনতা জাগবে আমার মাতাল মনে।
বালিকা, চলো এখন একটু প্রেম করি।
প্রেমে প্রেমে চুম্বব আঁবো তোমার ঠোঁটে,
চুমুতে রক্তজমাট লাল করে দেবো তোমার কাঁধ।
তোমার খোলা চুলে ঢেকে রাখবে সেই মাদকতা।

তুমি চাইলেই হতে পারবে কবিতার প্রাণ,
যে প্রাণ হারিয়ে যাবে আরেক প্রাণে।
তুমি আমার কবিতা হবে বালিকা,
অথবা কোনো গল্পের নায়িকা।
তবে একদিন, কোন একদিন-
শক্ত মোড়কের ভাঁজে আমি তোমাকে,
বেঁধে রাখবো আগামির জন্য।
সহস্র বছরের ব্যবধানে,
কোনো এক পাঠক তোমার আমার প্রেম পড়বে সেদিন।



শাহরিয়ার সোহাগ এর 'তুমি চাইলেই' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Tumi Chailei poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.