Header Ads

অনুমতি || শাহরিয়ার সোহাগ || Anumoti poem by Shahriar Sohag

   

অনুমতি || শাহরিয়ার সোহাগ || Anumoti poem by Shahriar Sohag

হলুদে তোমায় হলদে পাখি লাগে, জানো?

কি জানি? তুমি হয়তো জানো না।

তবে আয়নাতে নিজের মিষ্টি হাসিটা দেখেছো নিশ্চয়।

তোমায় বড্ড ছুঁতে ইচ্ছে করে রাণী।

তোমার করে না বুঝি?

একদিন তোমায় খুব করে ছুঁয়ে দেখার বাসনা আছে।

তাতে তোমার আপত্তি না থাকলে-

আমারো কিছু বলার থাকবে না।

আর তুমি সরাসরি অনুমতি দিলে-

আমি সুযোগ খুঁজবো প্রতিনিয়ত এমন ছোঁয়ার।

তবে রাণী, এমন সুন্দর সময়ে স্পর্শগুলো কি

কেবলই হাত আর ঠোঁটে সীমাবদ্ধ থাকবে?

নাকি তোমার উদারতায়-

স্পর্শে স্বাধীনতা থাকবে আমার?


শাহরিয়ার সোহাগ এর 'অনুমতি' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Anumoti poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা 


No comments

Powered by Blogger.