Header Ads

কবিতা ২ || শাহরিয়ার সোহাগ || Kobita 2 poem by Shahriar Sohag

  

কবিতা ২ || শাহরিয়ার সোহাগ || Kobita 2 poem by Shahriar Sohag

একদিন আমায় রান্না করে খাওয়াবে?
খুব ইচ্ছে তুমি বাসা থেকে ছোট্ট টিফিন বাটিতে-
অল্প একটু ভাত, আর তোমার অপরিনত হাতে,
রান্না আমার পছন্দের-
ডিম ভুনা রান্না করে নিয়ে আসবে।
আমি পার্কের বেঞ্চে বসে খাব।
তুমি পানির বোতল হাতে নিয়ে পাশে বসে থাকবে।
তুমি উদগ্রীব থাকবে তোমার রান্নার প্রশংসা শুনতে।

আমি কবিতা লিখি মাঝে মাঝে।
তবে কখনো দেখিনি কবিতা কে।
তোমার সাথে যেদিন দেখা হবে।
তোমায় দেখবো দুচোখ ভরে।
তুমি আমার দেওয়া নামে আজ কবিতা।
কবি সেদিন কবিতা কে দেখবে।

 



শাহরিয়ার সোহাগ এর 'কবিতা ২কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Kobita 2 poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.