Header Ads

একদিন || শাহরিয়ার সোহাগ || Ekdin poem by Shahriar Sohag

 

একদিন || শাহরিয়ার সোহাগ ||  Ekdin poem by Shahriar Sohag

বিষক্ত জঞ্জালে মোড়া এই শহরে-
একদিন বিশুদ্ধ বাতাস বইবে।
যান্ত্রিক শব্দের অবসানে সেদিন-
তুমি আমায় গান শোনাবে।
কাগজের অভাবে আমি সেদিন-
তোমার শাড়ির সাদা আঁচলে কবিতা লিখবো।
তোমার গোছালো হাসি আর কন্ঠের মুগ্ধতায়-
কবিতা হবে দীর্ঘ থেকে দীর্ঘায়ত।
একদিন শহুরে গন্ধরা জাদুঘরে থাকবে।
তোমার চুলের সুবাসে মুখোরিত হবে আমার শহর।
কংক্রিটে শক্ত দেয়ালের উঁচু ছাদে-
আমি জড়িয়ে রাখবো তোমার নরম দেহ।
স্বার্থপর এই শহরে-
আমি আসবো প্রেমের কবিতা নিয়ে,
তুমি লাল শাড়ি আর খোঁপাতে বেলীফুল গুঁজে।
আমি তোমার শহরে বেলী ফুলের চাষ করবো,
আর তুমি আমার মগজে কবিতার ইনজেকশন দেবে।
একদিন এই শহর হবে তোমার আর আমার।
এই শহরে আমি তুমি একদিন প্রেমের গান গাইবো।


শাহরিয়ার সোহাগ এর 'একদিন' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Ekdin poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.