Header Ads

চলো নেশা করি একসাথে || শাহরিয়ার সোহাগ

চলো নেশা করি একসাথে ||  শাহরিয়ার সোহাগ


চলো দুজনে একসাথে নেশা করি।
তুমি আমার কবিতা পান করবে?
আমি তোমার গন্ধ খাব গিলে,
আর চাবিয়ে খাব তোমার হাসি।

মুখোমুখি বসলে তোমার হাসিমাখা চোখ, আর
পাশাপাশিতে তোমার কাঁধের গন্ধটাতে-
উচ্চ আসক্তির মাদকতা আছে।
আমি সেই মাদকে মাতাল এক কবি।
তুমি আমার কবিতার মাতাল শ্রোতা।

আমার নেশার উপাদান শুনবে না?
তোমার গান, গন্ধ, চোখ, হাসি আর দেহের কোমলতা।
আমি এগুলোর সাথে প্রেম করি।
বালিকা, তুমি প্রেমে পড়েছো কবিতার?
কবিতার সাথে নেশা করো,
কবির সাথে নয় কেন?

 


শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.