Header Ads

সম্পর্ক || শাহরিয়ার সোহাগ || Shomporko poem by Shahriar Sohag

সম্পর্ক || শাহরিয়ার সোহাগ


সম্পর্কের দূরত্বে বলবো না কাছে এসো,
যতটুকু আনবো সেটা কবিতায়, অথবা অবাস্তব কল্পনায়।
বাস্তবতায় তো ঢের দূরত্ব।
তুমি বেশ গোছালো মেধাবি,
আমার পুরোটা জুড়েই বাউন্ডুলে স্বভাব।
আমার ভেতরে শান্ত রোগের অভাব।

আমি 'লাইন লিখতে পারি, এটাই কেবল গুন,
তবে লাইনগুলো ধাঁরালো না।
ভয় নেই, তুমি হচ্ছো না খুন।
আপনি তুমির দ্বন্ধ থেকে বেরিয়ে,
সম্পর্কটা তুমি হোক, মায়া যাক ছড়িয়ে।
তবে মায়াতে দূরত্ব থাকবে তো,
আমি এক রাস্তাতে হাটার মত কেউ না।
সম্পর্কটা প্রেসক্রিপশন আর কবিতার বইয়ের।
এর বাইরে নিশ্চয় যাবে না।

 



শাহরিয়ার সোহাগ এর 'সম্পর্ককবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 

Shomporko poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.