Header Ads

বেলা শুনছো? || শাহরিয়ার সোহাগ || Bela Shunco? poem by Shahriar Sohag

 

বেলা শুনছো? || শাহরিয়ার সোহাগ ||  Bela Shunco? poem by Shahriar Sohag

চাকরি টা আমি ছেড়ে দিয়েছি বেলা শুনছো।
এখন আর কেউ আটকাতে পারবে না।
চেয়ার টেবিলও কিনেছি সেদিন,
করবো এবার লেখালেখির সাধনা।

চাকরি টা আমি ছেড়ে দিয়েছি সত্যি,
আর মাত্র কয়েকটা মাস ব্যাস্।
তোমায় নিয়ে লিখবো বেলা আমি,
কালজয়ী কোনো এক প্রেমের উপন্যাস।

হ্যালো বেলা, তুমি দিচ্ছো না কেন রিপ্লে,
ফেসবুকে শত ললনার ভিড়ে,
বহু কষ্টে পেয়েছি তোমায় খুজে।
দেবো না তো তোমায় এমনে এমনি ছেড়ে।

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি,
এত দিনের এত অপেক্ষা,
আমি হব জনপ্রিয় লেখক,
তুমি আমার লেখনীর বালিকা।

একটা বইয়েই লাখপতি হবো,
ব্যস্ত শহরে নেবো একটা ছোট ঘর,
লিখবো আমি, রাঁধবে তুমি,
দুজনার ছোট এক সংসার।

চুপ কেন, একি বেলা তুমি হাসছো,
জানি মনে মনে আমায় পাগল ভাবছো।
চোখের কোণে আমার মত দু'ফোটা জল তোমারও,
জানি আমায় এখন কতটা মিস করছো।

 

শাহরিয়ার সোহাগ এর 'বেলা শুনছো?' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Bela Shunco? poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

 

No comments

Powered by Blogger.