Header Ads

আবছা আলোর আমরা || শাহরিয়ার সোহাগ || Abca Alor Amra poem by Shahriar Sohag

আবছা আলোর আমরা || শাহরিয়ার সোহাগ


আবছা আলোর জানালায় বসে,
শাড়ির নীল আঁচল মেঝেতে পড়ে আছে,
নীল টিপ, চুড়িতে সেজে-
বই পাগলি তুমি পড়ছো আমার-
সেই কবিতার বইটা।
পায়ের তোমার নূপর, খোলা চুল।
বইয়ের পৃষ্ঠা চেপে ধরেছো,
তবে ঠিকই উড়েছে এলোমেলো খোলা চুল।

আমি তখন পেছন থেকে এসে,
চুলগুলো গুছিয়ে এক কাঁধ ফাক করে,
চুল গোছানোর পারিশ্রমিক নেবো তোমার থেকে।
পেছন থেকে তোমায় জড়িয়ে,
চুমু দেবো তোমার খোলা কাঁধে।
তুমি বইটার সাথে সাথে চোখ দুটোও বন্ধ করবে।
তোমার বন্ধ চোখের দুর্বলতায় চুমু দেবো তোমার কপালে।
তুমি লজ্জাতে আমায় জড়িয়ে ধরবে।
তোমার ঠোঁটের হালকা রঙের লিপস্টিকের-
একটু হালকা রং লেগে যাবে আমার পাঞ্জাবিতে।
তারপর পাঞ্জাবি ধুয়ে দেবার লোভ দেখিয়ে-
ইচ্ছেমত পাঞ্জাবিতে লিপস্টিকের দাগ লাগাবে।



শাহরিয়ার সোহাগ এর 'আবছা আলোর আমরা' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Abca Alor Amra poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.