Header Ads

এই ফুটপাত || শাহরিয়ার সোহাগ

এই ফুটপাত || শাহরিয়ার সোহাগ


এই ফুটপাতে তুমি আমি-
হাত ধরে হেটেছি কয়েক সহস্র কদম।
তোমার নীল শাড়ি আর আমার কালো শার্ট আর জিন্স।
কালো শার্টে আমাকে বেশ লাগে, তুমি বলেছিলে।
আর নীল শাড়ি, নীল টিপে, নীল চুড়িতে-
আমার নীলাঞ্জনা সেজেছো।
তোমার চোখ, ঠোঁট আর কাঁধে-
আমি আটকেছি তোমার ফাঁদে।

তোমার নিঃশব্দ আদর,
আমায় জড়ানো তোমার ভালোবাসার চাদর।
তোমার খোলা চুলে দুষ্টুমিতে মাতি আমি,
আমি ছন্দ খুঁজি কবিতার।
আমি তোমার নেশার উপাদান সাজাই-
আমার কবিতাতে নাকি তোমার নেশা হয়...

এই ফুটপাত হয়ত মনেও রাখবে না আমাদের।
ব্যস্ত শহরে ব্যস্ত ফুটপাতে এমনটা অহরহ ঘটে।
তবে তোমায় জড়িয়ে আমার এই পথচলা,
হোক অনন্ত, থাকুক চির সজীব।

 


শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.