Header Ads

যেদিন || শাহরিয়ার সোহাগ || Jedin poem by Shahriar Sohag


যেদিন || শাহরিয়ার সোহাগ || Jedin poem by Shahriar Sohag

যেদিন একই দিনে বন্ধ থাকবে তোমার আমার অফিস,
সকালে দুজন একসাথে হাটতে বের হবো।
ফেরার পথে ফরমালিন দেওয়া টাটকা সবজি আর-
কয়েকপদের মাছ কিনে বাসায় ফিরবো।
যে যার কাপড়চোপড় ধুয়ে শুরু করবো রান্না।
আমি তখন তুমি বাবুর্চির এ্যাসিস্টেন্ট হবো।
প্লিজ, রেসিপিতে ভর্তা রেখো কয়েক পদের।
রান্না শেষে তুমি যখন গোসলে যাবে-
আমি তোমায় লুকিয়ে সাজাবো আমাদের ছোট্ট ফ্লাট।
তুমি খুব খুশি হবে-
খুশির ঠ্যালায় জড়িয়ে ধরবে আমাকে।
আমি তোমার কপালে চুমু দিয়ে-
মুখোমুখি বসে আহারে ব্যস্ত হবো।
সন্ধ্যায় সিনেমা দেখে রাতে ফেরার পথে -
ডিনার সেরে নেবো তোমার কোনো পছন্দের রেস্টুরেন্টে।

 


 

শাহরিয়ার সোহাগ এর 'যেদিন' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Jedin poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.