Header Ads

প্রথম কবিতা || শাহরিয়ার সোহাগ || Prothom Kobita poem by Shahriar Sohag

 

প্রথম কবিতা || শাহরিয়ার সোহাগ || Prothom Kobita poem by Shahriar Sohag

নগরির ব্যস্ততাকে তুচ্ছ করে,
তোমার সাথে আমার প্রথম দেখা ওভার ব্রীজে।
মুখে হাসির মিষ্টতা আর মায়াবিনী চোখে-
ছোট ছোট পায়ে তুমি এগিয়ে আসলে।

রিক্সায় তোমার আমার গন্তব্য-
ব্যস্ত শহরের এক জলাধারে।
মুখোমুখি আমরা বসে।
তুমি হিজাবে মোড়ানো তাই-
কাঁধের তিলের দর্শন আজ পেলাম না।
অপেক্ষায় রইলাম। পাবো একদিন।

তোমাকে ঘেরা আমার ইচ্ছেগুলোর
ছুটোছুটি দেখেছো নিশ্চয়।
নিজেদের চাওয়া গুলোকে প্রাধান্য দিয়ে,
আমরা একটা সম্পর্কে যাব বলে ভেবেছি।

বালিকা, শুভ সমাপ্তি হবে কি না জানি না,
তবে দুজনের সময়গুলো তো শুভ হতে পারে।
যেখানে তুমি আমাকে নিয়ে ভাববে,
আর আমি তোমাকে নিয়ে ভাববো।
তোমাকে ভেবে কবিতাও লিখবো।
এটা যেমন তোমাকে নিয়ে লেখা প্রথম কবিতা।

 


শাহরিয়ার সোহাগ এর 'প্রথম কবিতা' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Prothom Kobita poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.