Header Ads

মায়াবতী || শাহরিয়ার সোহাগ || Mayaboti poem by Shahriar Sohag

 

মায়াবতী || শাহরিয়ার সোহাগ || Mayaboti poem by Shahriar Sohag

অনেক অনেক আগেও, প্রেম হত, স্বপ্ন দেখতো মানুষ।
আবেগও ছিল ভীষণ। বর্ণমালা আবিষ্কারেরও আগে,
প্রেম ছিল এই তল্লাটে। ইতিহাস তো তেমনটা বলে।
প্রিয়তম কিংবা তমাকে দেখতে, তখনকার দিনে-
এক বুক মায়া নিয়ে অপেক্ষায় থাকতো মানুষ।
বর্নমালার আবিষ্কার-
প্রেমের অনুভূতি প্রকাশে নতুন সংযোজন বটে।
মায়াভরা আবেগ নিয়ে,
মায়াবতী অপেক্ষায় থাকতো প্রেমিকের পত্রের। কিংবা-
ভাঙা ভাঙা হাতে পত্র লিখতো প্রেমিকের উদ্দেশ্যে।
সভ্যতার বিকাশে কানের এক জড়বস্তু ধরলে-
ভালোবাসার মানুষের কণ্ঠও শোনা যায় এখন।
এবং সেটা যখন তখন।
সময়ের সাথে পাল্লা দিয়ে প্রেমগুলোও আধুনিক হচ্ছে।
প্রযুক্তি এখনকার আবেগগুলো আধুনিক করে তুলেছে।
দূর ভবিষ্যতে এই আবেগ প্রকাশের মাধ্যমও-
জাদুঘরে থাকবে, তখনকার মানুষগুলোতে দেখাতে।
তবে যুগে যুগে মায়াবতীর মায়া বিরাজমান থাকবে।
সময়ের সাথে তাল মিলিয়ে মায়াবতীর-
আবেগ প্রকাশেও পরিবর্তন আসবে।
প্রেমিকগুলো হয়ে উঠবে সময়োপযোগী।




শাহরিয়ার সোহাগ এর 'মায়াবতীকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Mayaboti poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.