Header Ads

একদিন আমিও || শাহরিয়ার সোহাগ || Ekdin Amio poem by Shahriar Sohag

 

একদিন আমিও || শাহরিয়ার সোহাগ

একদিন আমিও অনেক বই লিখবো দেখো।
তোমার আলমারীগুলো ভরে থাকবে আমার বই-এ।
তুমি যখন সুযোগ পাবে-
পাতা উড়তে পড়বে আমার কোন সৃষ্টি।

একদিন আমার ছন্দগুলো কোটেশন হবে,
প্রেমিকদের মুখে মুখে থাকবে আমার কবিতা।
একদিন প্রেমিকার মুখে হাসি ফুটবে-
তার প্রেমিকার মুখে প্রেমের কবিতা শুনে,
অনেকগুলো বছর আগে-
যে কবিতাগুলো ছিল আমার লেখা।

একদিন উত্তাল ধরণী হবে শান্ত।
জনে জনে প্রেমে প্রেমে হবে মুখরিত।
প্রেম আর ভালোবাসাতে হবে সব অর্জন।
প্রেমিকার মুখের হাসি আর আমার কবিতাগুলো-
তখনকার সময়ের সবচে শক্তিশালী অস্ত্র হবে।

আমার কবিতাগুলো একদিন-
জনে জনে প্রেম বিলাবে।
জয় করবে সমস্ত দুষ্টু শক্তিকে।
একদিন পৃথিবীর পথে পথে-
আমার প্রেমের কবিতাগুলো বিলি করবো।


শাহরিয়ার সোহাগ এর 'একদিন আমিও' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Ekdin Amio poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.