Header Ads

ভাবো তো || শাহরিয়ার সোহাগ || Vabo To poem by Shahriar Sohag

 

ভাবো তো || শাহরিয়ার সোহাগ || Vabo To poem by Shahriar Sohag


ভাবো তো!
তুমি আমি পাহাড়চূড়ায়,
যেখানে মেঘ এসে আমাদের ছুয়ে যায়।
তুমি আমি কফির মগ হাতে,
আমার হাতে মেঘ, তুমি নজর দিয়েছো তাতে।

তুমি সাদা পাতলা শাড়ি, খোলা চুলে,
আমার সাদা পাঞ্জাবিতে
তোমায় খাচ্ছি চোখ দিয়ে গিলে।
সাদা মেঘ, তুমি আমি যাচ্ছি মিলে।

মনে হচ্ছে আমি পাহাড়ের মালিক।
আর তুমি আমার বউ।
পাহাড় চূড়ায় তুমি আমি ছাড়া,
আর নেই তো কেউ।

বান্দরবানের উঁচু এক পাহাড়ে-
বাঁশ কাঠ দিয়ে ঘর তুলেছি।
প্রতি রাতে কাঠের ঘরে মচমচে শব্দ হয়।
তাতে কি? লজ্জার কি?
শব্দ শোনার জন্য কেউ তো নেই।

 

যতদূর চোখ যায় শুধু সবুজ দেখি।
যত কাছে চোখ যায় শুধু তোমাকে দেখি।
বৃষ্টির আগে বাতাসের উন্মাদনায়-
তোমার খোলা চুল ওড়ে পাগলের মত।
আর বৃষ্টি হলে চুলগুলো লেপ্টে থাকে তোমার সাথে।
বলো তো কিসের কথা বলছি!
বৃষ্টির আগে তোমার চঞ্চলতা,
আর বৃষ্টি হলে তোমার মলিন মুখ।
কি? আমায় দুষ্টু ভাবছো?

যা ই ভাবো, সবুজ আর সাদার মাঝে,
আমাদের দুজনকে মানিয়েছে বেশ।
আর ফিরবো না সমতলে।
এই পাহাড়চূড়াতেই আছি বেশ।
চলো বউ, রাত হয়েছে,
এবার ঘরে যাই।

 

শাহরিয়ার সোহাগ এর 'ভাবো তো' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
 Vabo To poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.