Header Ads

তুমি ৫ || শাহরিয়ার সোহাগ || Tumi 5 poem by Shahriar Sohag

তুমি ৫ ||  শাহরিয়ার সোহাগ || Tumi 5 poem by Shahriar Sohag

 

কতোবার যে আমি তোমাকে চুমু দিতে গিয়ে-
গুটিয়ে নিয়েছি ঠোঁট,
সে কথা ঈশ্বর জানেন!
নিজের হাতকে সংযত করেছি বারবার,
তোমাকে ছুঁয়ে দেখার প্রবল কামনার পরও।
তোমার কাঁধ, কোমর, বুক আমাকে ডাকে মনে হয়।
আমি সাড়া দিই নি সে ডাকে।
কখনো তোমায় ভাবিনি কামুক নারী,
তোমায় আমি কল্পনা করি কবিতার পূজারী।
তাই কতবার যে নিজের লালা নিজেই খেয়ে ফেলেছি, তার হিসেব নেই কোনো।
তোমায় আমি সাজিয়েছি আমার মত করে।
তোমার খোলা চুল, উলঙ্গ কাঁধ
চোখে কাজল, আর মৃদু শব্দের হাসি।
আমি এটুকুতেই খুশি।
আমার লিগবে না তোমায় ছুঁয়ে দেখা।
যেদিন তুমি আমার হবে,
সেদিনই তোমায় ছুঁয়ে দেবো আমি।
কাঁধ, বুক, কোমর, তোমার সমস্ত দেহ।

 


শাহরিয়ার সোহাগ এর 'তুমি ৫' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Tumi 5 poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.