Header Ads

রাজসাক্ষী|| শাহরিয়ার সোহাগ

 

রাজসাক্ষী||   শাহরিয়ার সোহাগ

তোমার দেহের থেকে হাতটা আমার বেশি প্রিয়, তাই-
হাত ধরেই পার করলাম পুরোটা রাত।
আজ তোমার চুম্বন না করার আক্ষেপটা-
তবে থেকেই যাবে।
আমার জড়িয়ে তোমার বিশ্রামটাও পর্যাপ্ত নয়।

মানসিক চিকিৎসের কাছে গেছিলাম।
তিনি বলেছেন আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি।
আর কারণ হিসেবে বলেছেন-
তোমার এমন আবেগী চোখের প্রতি-
আমার অতিমাত্রায় আসক্তি।
তিনি ওষুধও দিয়েছেন।
সকালে খালিপেটে দুই চামচ তোমার চাহনী।
আরে রাতে ঘুমানোর আগে উষ্ঞ গরম পানিতে

তোমার দুই চামচ হাসি গড়গড়া করে ঘুমাতে বলেছেন।

ঘুম তো আসে না। তাই-
আমায় জগিয়ে তুমি বাইরের বৃষ্টি দেখো আনমনে-
আমি তোমায় দেখি গোপনে।
তুমি বুঝতে পারলে তো-
তোমার হাত দিয়ে ঢেকে দেও আমার চোখ।
আর তখন যে লাজুক হাসিটা মাখো,
সেটা দেখতে পারিনি মন ভরে।

বালিকা, শত যুবকের হৃদয় ভাঙার অভিযোগে-
ভাংচুর মামলার প্রধান আসামি করা হবে তোমাকে।
আমি রাজসাক্ষী হব।
ঠিক কতজন কে খুন করেছো বলো তো-
তোমার ওই হাসি দিয়ে?

 

 

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.