Header Ads

আগামিকাল || শাহরিয়ার সোহাগ || Agamikal poem by Shahriar Sohag

 

আগামিকাল || শাহরিয়ার সোহাগ || Agamikal poem by Shahriar Sohag

আগামি কালও তোমার হাত ধরে হাটবো অনন্ত পথ।
তোমার আঙুলের ফাঁকে আঙুল রেখে অনির্দিষ্ট সময় গল্পে মত্ত হবো।
একটা চকলেট ভাগ করে খাব।
গতদিন তো খেতে পারিনি,
রিক্সায় প্লিজ আমায় জড়িয়ে ধরো কিছুক্ষণ
বাকিটা সময় আমি জড়িয়ে রাখবো তোমায়।
সুযোগ বুঝে তোমার কপাল, চোয়াল, ঠোঁটে চুমু দেবো।
হুম। ঠিক তাই।
তোমায় লোভ ধরাচ্ছি বলতে পারো
তুমি কাল আমায় গান শোনাবে তো?

প্রিয় শিল্পীর সামনে বসে,
তার হাতটা শক্ত করে ধরে-
তার কন্ঠের গান মিস করতে চাই না।
তোমার গলা সারিয়ে তুলতে-
আগামিকাল অনেক ওষুধ দেবো তোমায়, কথা দিচ্ছি
আর যেন তুমি আমার চোয়ালে চুমু দিতে পারো মন ভরে-
তাই বাড়ি থেকে দাড়ি কেটে এসেছি
তোমার এই কাঁধটা আমি আমার মত করে চাই।
তবে তুমি নামক নেশা চেপেছে মাথায়,
তাই মনের ভেতর তুমি নামের ঢেউটাও উঠেছে খুব জোরে
আমি তোমায় আমার কবিতায় ডুবিয়ে,
সোহাগ নামক সাঁতার শেখাতে চেয়েছি।
আমি তোমায় ডুবিয়ে আবার-
আমিই তোমায় বাঁচাবো কবিতার লাইফ জ্যাকেট দিয়ে।

 


শাহরিয়ার সোহাগ এর 'আগামিকাল' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Agamikal poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


 

No comments

Powered by Blogger.