Header Ads

তুমি আমি || শাহরিয়ার সোহাগ || Tumi Ami poem by Shahriar Sohag

তুমি আমি || শাহরিয়ার সোহাগ || Tumi Ami poem by Shahriar Sohag


তুমি হলুদ পাখি সেজেছো প্রিয় শাড়িতে,
আমি নিয়মিত গেঞ্জি আর জিন্স।
তুমি খোঁপায় গুঁজেছো ফুল,
ধরেছো আমার হাত শক্ত করে।
হাটছি দুজন ফুটপাত দিয়ে, অনিশ্চয়তায়,
খানিক বিরতিতে ফুটপাতের টং চায়ের দোকানে-
বেঞ্চে পাশাপাশি বসে অল্প চিনিতে চা খাওয়া।
তোমার মনে থাকবে অনেকদিন।
ব্যস্ত শহরে আমরা কি অদ্ভুত রকমের চিন্তামুক্ত হয়ে-
গল্প করছি বেশ জমিয়ে।

তোমার কাঁধে মাথা রেখে-
তোমার চুলে গুঁজে রাখা বেলীর সুবাস নিচ্ছি বারংবার।
তুমি আমার চুল টেনে দেও।
আমি তোমায় জড়িয়ে রাখি তীব্র ভালোবাসায়।
তুমি আমায় হাতপাখা দিয়ে বাতাস করো।
আমি আয়োজন করে চুমু দিই তোমার কাঁধে।

সত্যি বলো তো!
ভুলতে পারবে এই সময়গুলো কিংবা আমাকে?
নিজেদের অপূর্ণতায় পূর্ণতা পাবে আগামি।
এখন তুমি আমি তো বেশ আছি।




শাহরিয়ার সোহাগ এর 'তুমি আমি' কবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Tumi Ami poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


Top of Form


No comments

Powered by Blogger.