Header Ads

জীবনের গল্প || শাহরিয়ার সোহাগ || Jiboner Golpo poem by Shahriar Sohag

জীবনের গল্প || শাহরিয়ার সোহাগ || Jiboner Golpo poem by Shahriar Sohag


এই মৃত্যুপুরীতে জীবন যেন পাথরের প্রতিশব্দ।
দেশের এই সময় সত্যি বলো তো-
ভালোবাসো আমায়??
জানি তোমার উত্তরটা হবে- হ্যাঁ।
এজন্যই কি তবে আমার এত অত্যাচার সহ্য করো?

লঞ্চের রেলিং- হাত ধরে দাঁড়িয়ে ঢেউয়ের শব্দ শুনবো;
তোমার হাত ধরে তারা গুনি?
যখন তুমি আমি তারা গুণবো, তখন-
আমি ঠিকই তারা না দেখে তোমার চাঁদমুখ দেখবো।
আমি যদি আমার দুই তালুতে তোমার গাল রেখে-
তোমার চাঁদ মুখটা আমার চোখের খুব কাছে এনে আপলক চোখে তাকিয়ে থাকি?
জানি তোমার খুব হাসি পাবে,
তুমি তখন বন্ধ চোখে থাকলে আমি চোখে চুমু দেবো।
কিংবা তোমার ঠোঁটে আমার আলতো চুমু,
নেবে না প্রিয়?
সামনে থেকে তোমায় শক্ত করে জড়িয়ে ধরি?
আমার বুকের মধ্যে একটা ছোট্ট কুঁড়েঘর বানাও
যেখানে তুমি থাকবে,
যেখানে বসে তুমি জীবনের গল্প সাজাবে।



শাহরিয়ার সোহাগ এর 'জীবনের গল্পকবিতা টি ভালো লাগলে শেয়ার করুন 
Jiboner Golpo poem by Shahriar Sohag  

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আমার শহরে তোমার গল্প

শাহরিয়ার সোহাগ এর কাব্যগ্রন্থ আবিদা


No comments

Powered by Blogger.